স্পোর্টস ডেস্ক : ইউরোপ, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় সাধারণত বক্সিং ডে’তে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হয়ে থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার বক্সিং ডে’তে পাঁচটি লিগ ম্যাচ রয়েছে। নিউক্যাসল ও নটিংহ্যাম ফরেস্ট, শেফিল্ড ও লুটন টাউন, বোর্নামাউথ ও ফুলহ্যাম, বার্নলি-লিভারপুল ও ম্যানইউ-অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে। ওই পাঁচটি ম্যাচকে বলা হচ্ছে বক্সিং ডে ম্যাচ।
অপরদিনে আগামীকাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং একই দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। এই দুইটি ম্যাচকে বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয়। বক্সিং ডে মূলত হলো বড়দিনের পরদিন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ইউরোপের কিছু দেশে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হয়। ক্রিসমাসের দিন সরকারি ছুটি থাকে। আর বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বরকে বলা হয় বক্সিং ডে। যুক্তরাজ্যে অবশ্য বক্সিং ডে রোববার পড়লে তা পালন করা হয় সোমবার।
মধ্যযুগেও দিনটি পালনের রেওয়াজ ছিল। ধীরে ধীরে অফিসের উর্ধ্বতনরা দিনটি উপলক্ষ্যে অন্য কর্মীদের বক্সে করে উপহার দিতেন। ধনীরা গরীবদের এবং অফিসের ঊর্ধ্বতনরা জুনিয়রদের উপহার দেয়ার রীতি থেকে শিশুদের উপহার দেয়ার রীতি সাড়া ফেলে। সংশ্লিষ্ট দেশগুলোতে এখনো এই উপহার দেয়া প্রচলিত আছে।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:৪০