তাহারা উক্ত গরুগুলো আমদানির ও মালিকানা স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই বিধায় উক্ত গরুগুলো ও ট্রাক সহ জব্দ করিয়া থানায় নিয়ে আসি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আটকৃত ব্যক্তিরা হলেন মোঃ ওমর ফারুক (৩০),পিতা-মৃত মাষ্টার জহির আহাম্মদ, সাং-মাষ্টার আলী পাড়া, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, গিয়াস উদ্দিন (৫০), পিতা-মৃত আবুল খায়ের, সাং-কোচপাড়া, ০৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, , এপি/সাং-মুসলিম নগর পাড়া, ০৮নং ওয়ার্ড ফাঁসিয়াখালী ইউপি,উভয় থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার, মোশারাফ হোসেন (২৬), পিতা-আবুল হোসেন, সাং-সাতবাড়িয়া, জমির মেম্বারের বাড়ী, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা পুলিশ সুত্রে জানা যায়।
কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৪৭