ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিস্ফোরকসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গোলাগুলির পর ক্যাম্পের একটি ঘর থেকে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ আরসার ৪ জন সদস্যকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪-৫ জনের একটি গ্রুপ পালিয়ে গেছে।উল্লেখ্য, সোমবার ভোরে ক্যাম্প ৩ ও ৪-এ এপিবিএন সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় নয়জনকে গ্রেফতার ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর আঠারো ঘণ্টা পার হতে না হতেই র্যাবের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৩