স্পোর্টস ডেস্ক : শিরোপা উঁচিয়ে ধরার পথটা খুব একটা সহজ ছিল না বসুন্ধরা কিংসের জন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিণত হয় দশজনের দলে। সেই সুযোগ নিয়ে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু প্রত্যাবর্তনের গল্প কিংসের চেয়ে আর কেইবা ভালো লিখতে পারে! আজও তেমনটাই হয়েছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২-১ গোলের নাটকীয় জয়ে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন হয় কিংস। গোল হজম করার পর ম্যাচে ফিরতে মিনিট খানেকও ব্যয় করেনি তারা। ঠিক তখনই শিরোপার সুবাস পাচ্ছিলেন অধিনায়ক রবসন রবিনহো।
তিনি বলেন, ‘যখন আমরা লাল কার্ড দেখি এবং দশ জনের দলে পরিণত হই। আমরা জানতাম আমাদের কী করতে হবে। দলের সকলে মানসিকভাবে শক্ত ছিল। আমরা সুযোগ কাজে লাগিয়েছি। যখন আমরা সমতায় ফিরি আমরা তখনই আমরা জানতাম আমরা চ্যাম্পিয়ন হচ্ছি।
’‘যখন আমরা সমতায় ফিরি তখন প্রতিপক্ষ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। দোরিয়েলতনের গোলটা দারুণ ছিল। ’
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২১