ডেস্ক নিউজ : সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে তিনি এ কথা জানান। সিইসি বলেন, ব্যালট পেপার যতটুকু সম্ভব ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
যাতে করে কোনো সংশয় তৈরি না হয়। তিনি বলেন, তবে যেসব হাওড় ও পাহাড়ি অঞ্চল, দুর্গম জায়গায় সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো সম্ভব নয় সেসব কেন্দ্রে রিটার্নিং অফিসার আমাদের কাছে প্রতিবেদন পাঠালে আমরা সেটি পর্যবেক্ষণ করে তা আগে পাঠানো যায় কি-না সিদ্ধান্ত নেব।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮