ডেস্ক নিউজ : ভ্যাট সহজীকরণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভ্যাট সফটওয়্যার ইএফডি ইনভয়েসিং সিস্টেম ব্যবহার বিষয়ে পর্যায়ক্রমে ভ্যাট আইনজীবী, ভ্যাট কনসালট্যান্ট, এজেন্ট ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সবাইকে ওই প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন ওই সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আহরণ বাড়ার পাশাপাশি দাতারা সহজে ভ্যাট পরিশোধ করতে পারবেন।
ইএফডি বাস্তবায়ন ও ভ্যাট সফটওয়্যার ব্যবহারে বিদ্যমান চ্যালেঞ্জ, নতুন সফটওয়্যার ব্যবহারের নানাবিধ বিষয় তুলে ধরে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন সফটওয়্যার সরকারের ভ্যাট আহরণে মাইলফলক অর্জনের পাশাপাশি বেসরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, কল-কারখানাগুলো সহজে ভ্যাট দিতে পারবে। বর্তমান ইএফটি মেশিনের মাধ্যমে যারা ভ্যাট দিচ্ছেন, তারা আপগ্রেডের মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে পারবেন।
এর আগে আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা গ্রুপের মহাব্যবস্থাপক (অডিট অ্যান্ড ইন্টার্নাল কন্ট্রোল) মোহাম্মদ জুলফিকার হায়দার।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১৫