ডেস্ক নিউজ : ১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগম ঘটাতে চায় বিএনপি। শোভাযাত্রার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আবেদন করেছে দলটি।
ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষে বলা হচ্ছে, নয়াপল্টন কার্যালয়ে যেতে বিএনপির বাধা নেই। তাই কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকেও ১৬ ডিসেম্বর র্যালি বের করার পরিকল্পনা রয়েছে তাদের। বিএনপি সূত্রে জানা গেছে, আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেবেন।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০