মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

চৌগাছা সবজিবাহি ট্রাকের ধাক্কায় দুই কৃষক নিহত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সবজিবাহি ট্রাকের ধাক্কায় দুই জন কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা রোডের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা দুই জন মারাযান।

নিহতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) ও দুড়িয়ালি গ্রামের নূর মোহাম্মাদ ছেলে আয়ুউব হোসেন (৬০)। আয়ুউব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌগাছাগামী সবজিবোঝাই (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) একটি দ্রুতগামী ট্রাক পলুয়া গ্রামের মসজিদ মোড়ে পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কৃষক নুরইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুউব হোসেন মারা যান।

পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ বলেন, ঘটনাটি মার্মান্তিক এ ঘটনায় নিহতেদের পরিবারে ওএলাকায় শোকের মাতম বইছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনাকবলিত সবজি বোঝাই ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) টি জব্দ করে দশপাকিয়া পুলিশফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit