স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। গত ৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হোম অব ক্রিকেটের এ পিচের শুরু থেকে ছিল স্পিনারদের দাপট। আর ব্যাটারদের জন্য পিচ ছিল মরণফাঁদ।
এ ম্যাচে পিচের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন। দুই দলের অধিনায়ক ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে আলোচনা করে তিনি আইসিসির কাছে প্রতিবেদন জমা দিয়েছিলেন। অসামঞ্জস্য বাউন্স ও হঠাৎ বলের লাফিয়ে ওঠার কথা উল্লেখ করে পিচটি অপ্রস্তুত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন বুন।
বুন বলেন, ‘আউটফিল্ড অনেক ভালো ছিল এবং বৃষ্টির পর এটা ঠিক ছিল। কিন্তু পিচটি ছিল অপ্রস্তুত। প্রথম সেশন থেকেই বেশিরভাগ বলের অসামঞ্জস্য বাউন্স ছিল। ব্যাটাররা যখন এগিয়ে এসে খেলার চেষ্টা করতো তখন স্পিনারদের বল প্রায় কাঁধের ওপর উঠে যেত আবার কিছু বল একেবারে নিচু হয়ে যেত।’
মিরপুরের পিচকে দেয়া এ ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে আগামী পাঁচ বছর। আইসিসির নিয়মানুযায়ী পাঁচ বছরের মধ্যে যদি কোনো ভেন্যু ৬টি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে সে ভেন্যুটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ থাকবে।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০১