বিনোদন ডেস্ক : নির্মাতা হাসিবুর রেজা কল্লোল কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে নির্মাণ করবেন ‘কবি’ সিনেমা। সেই সময় তিনি জানান, সিনেমার গল্প শুনে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব; কিন্তু এত বছরে সেই গল্প আর জমেনি শাকিব ও কল্লোলের মধ্যে। তবে এবার এসেছে নতুন খবর।
বাংলাদেশি গণসংবাদমাধ্যমকে ইধিকা বলেন, ‘নতুন টিমের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। মন দিয়ে করার চেষ্টা করব। আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে— এটাই আশা করছি।’‘কবি’ অ্যাকশন এবং প্রেমধর্মী ছবি। রাজ এবং ইধিকা ছাড়াও দেখা যাবে মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।
অন্যদিকে আগে অনেকবার ব্যক্তিগত জীবনের কারণে বারবার চর্চায় উঠে এসেছে রাজের নাম। অভিনেত্রী পরীমনির সঙ্গে বিয়ে, বিবাহবিচ্ছেদ— অনেক কারণেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। যদিও তিনি নায়িকার সিদ্ধান্তকে সম্মান করেন, সেটাই জানিয়েছিলেন।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০