জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের অভিযানে ৬শ’৪০পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সৈকত পাটোয়ারী (২৬)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুত্রুবার (৮ডিসেম্বর)ভোর ৫টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় পানছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মুহাম্মদ ইয়াছিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীর নিজ বসত ঘর থেকে ৬শ’৪০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সৈকত পাটোয়ারী (২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী – সৈকত পাটোয়ারী (২৬) পানছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকার বাসিন্দা মৃত রফিক উল্ল্যা পাটোয়ারী, এর ছেলে।পানছড়ি থানা পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু হয়েছে।আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:১৫