স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তাকে নিষিদ্ধের অনুরোধ জানান আইনজীবীরা। নিষিদ্ধ হলে ৩০ বছর বয়সী পগবার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। কেননা নিষেধাজ্ঞা শেষে তার বয়স হবে ৩৪ বছর। পগবা চাইলে তার শাস্তি কমানোর আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তিনি যে ইচ্ছাকৃতভাবে ডোপিং উপাদান গ্রহণ করেননি, সেটার প্রমাণ দিতে হবে।
আগস্টে ডোপিং টেস্টে পজিটিভ হওয়ার পর তদন্তাধীন ছিলেন পগবা। তার শরীরে পাওয়া যায় মাত্রারিক্ত টেস্টাস্টেরন। উদিনেসের বিপক্ষে য়্যুভেন্তাসের ৩-০ গোলে জয়ের পর ডোপ টেস্টের জন্য পগবার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইবুন্যাল (এনএডিও)। সে ম্যাচে অব্যবহৃত বিকল্প খেলোয়াড় হিসেবে থাকা এই ফরাসি মিডফিল্ডারকে এলোমেলো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ম্যাচ শেষে টেস্টের জন্য ডাকা হয়েছিল।
এনএডিও বলছে যে, পগবার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়, যা অ্যান্টি-ডোপিং আইনের পরিপন্থী। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা অ্যাথলেটের সহনশীলতা বৃদ্ধি করে। ফলে পারফরম্যান্সও বৃদ্ধি পায়। উল্লেখ্য, ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে য়্যুভেন্তাসে যোগ দেন পগবা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর উদিনেসের বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে ছিলেন তিনি। তবে শেষমেশ আর মাঠে নামা হয়নি তার।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৩