রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

নিবন্ধন পাচ্ছে আরো ২৯ দেশী পর্যবেক্ষক সংস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ইলেকশন মনিটরিং ফোরামসহ আরো ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াবে ৯৬টিতে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ২৯টি সংস্থার নাম উল্লেখ করে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এরপর ১৫ দিনের মধ্যে সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা যে কেউ জানাতে পারবে। ওইসব অভিযোগ নিষ্পত্তি করে ১৫ দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

নতুন নিবন্ধন পেতে যাচ্ছে- ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ); প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা; সোসাইটি ফর রুরাল বেসিক নীড় (স্রাবন); সার্ক মানবাধিকার ফাউন্ডেশন; ইলেকশন মনিটরিং ফোরাম; রুরাল ভিশন (আরভি); তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া; পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা); পাথওয়ে; এমপাওয়ারমেন্ট থুল অব দ্য কমন পিপল (এলকপ); জাগো ফাউন্ডেশন ট্রাস্ট; নাইস ফাউন্ডেশন; নারী উন্নয়ন সংস্থা; সুফিয়া হানিফ ফাউন্ডেশন; সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো); সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ) ও বিয়ান মনি সোসাইটি।

এ তালিকায় আরো আছে- অগ্রগতি সেবা সংস্থা (আসেস); আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ; ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন; এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট); বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ); রাজারহাট স্বাবলম্বী সংস্থা; সংগতি সমাজ কল্যাণ সংস্থা; উদ্ভাবনী মহিলা সংস্থা; ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নীডি (ভন); দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি); সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই); ও বেডো আর্থসামাজিক কেন্দ্র।

এর আগে ৬৭টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এ বছরের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে তারা।

কিউএনবি/বিপুল/০৫.১২.২০২৩/রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit