ডেস্ক নিউজ : নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ সমন্বয় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ১৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। তিনি বলেন, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
রিটার্নিং কর্মকর্তা সাবিরুল জানান, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলার বিষয়ে সব তথ্য চাওয়া হয়েছে। কেউ ঋণখেলাপি ও ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০০