ডেস্ক নিউজ : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ: নিশ্চিত করবে এসডিজি অর্জন’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আক্তার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারী জুয়েনা আজিজ।
সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম সেমিনারের সভাপতিত্ব করেন। সেমিনারে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন ইউএনডিপি-এর আমিনুল আরিফিন এবং সাইটসেভার্স-এর অয়ন দেবনাথ।
সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ডিজ্যাবিলিটি এল্যায়েন্স অন এসডিজিস বাংলাদেশের আহ্বায়ক অমৃতা রেজিনা রোজারিও বলেন, প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লক্ষ্যে সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের একসঙ্গে আরও জোরালভাবে কাজ করা প্রয়োজন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টমো পটিয়ানন, ইউএনওমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং, ইউনিসেফ-এর শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাকলে এবং ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ভার্চুয়ালি যোগ দেন।
প্রতিবন্ধী ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা মুক্ত ও বিষয়ভিত্তিক আলোচনার সেশনে প্রতিবন্ধিতা বিষয়ক কমিটির পুনরুজ্জীবিতকরণ, জাতীয় কর্মপরিকল্পনার জন্য বাজেট বরাদ্দ, প্রতিবন্ধিতা বিষয়ক নিয়োগ, প্রতিবন্ধিতা ভাতা বৃদ্ধি, সরকারের জবাবদিহিতাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০০