ডেস্কনিউজঃ রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমদাদুল হক খান ও তার ভাতিজা নাজমুস সাদাত।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দু’টির বিস্ফোরণ ঘটানো হয়।
আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমকে জানান, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফার্মগেটে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কিউএনবি/বিপুল/০২/১২.২০২৩/রাত ১০.৩৫