স্পোর্টস ডেস্ক : ভালো পারফর্ম করার পরও জাতীয় দলে জায়গা হচ্ছিল না যুজবেন্দ্র চাহালের। বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছিলেন তিনি ইমোজি ব্যবহার করে। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও পাননি দলে জায়গা। তবে চলতি মাসে অনুষ্ঠিত প্রোটিয়া সিরিজে দলে জায়গা হয়েছে তার।
এক দিনের দলে ফিরে চাহাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘আবার শুরু হল।’ ওয়ানডে দলে সুযোগ পেলেও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি চাহালকে। ফলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চাহালকে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।
কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৪৩