স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের চতুর্থ দিন (শুক্রবার) মাঠে নেমেছে বাংলাদেশ। স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষের পর চতুর্থ দিন লাল সবুজের দলের সামনে এবার নিজেদের অবস্থান আরও শক্ত করার পালা। বাংলাদেশের চাওয়া এখন এখন নিরাপদ লক্ষ্য।
এর আগে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হক বলেছিলেন, ‘এটা (টার্গেট) বলাটা খুব কঠিন। আমার কাছে এখনও মনে হচ্ছে উইকেট ভালো। কত রান নিরাপদ এটা বলা অনেক কঠিন। ৪০০-ও হতে পারে, ৩৫০ও হতে পারে। কালকের উপর নির্ভর করে।
কাল চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চার’শ হলে ঠিক আছে…।’উল্লেখ্য, তৃতীয় দিনটি রাঙিয়েছে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলে শেষ করেছে দিন। লিড নিয়েছে ২০৫ রানের।
কিউএনবি/আয়শা/ ০১ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৪০