আন্তর্জাতিক ডেস্ক : গেল কয়েকদিন ধরেই মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গেল ১৫ নভেম্বর রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ পাউকতাও শহরের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইনের রাজধানী সিত্তের কাছেই এই শহরটিতে রয়েছে গভীর সমুদ্রবন্দর।
বিশ্লেষকেরা বলছেন, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জান্তা এখন বেশ কঠিন সময় পার করছে। জাতিসংঘের তথ্যমতে, গত ২৭ অক্টোবর থেকে বিদ্রোহীদের শুরু হওয়া লড়াইয়ে এখন পর্যন্ত শিশুসহ প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গৃহহারা হয়েছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।
কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৫