স্পোর্টস ডেস্ক : ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রত্যাশার ফাঁকা বেলুন ওড়াল বাংলাদেশ। সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে যাওয়া সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের সঙ্গেও হেরে যায়। বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতে ১০ দলের মধ্যে অষ্টম হয় বাংলাদেশ। আসরে শুধুমাত্র আফগানিস্তান ও শ্রীলংকাকে হারাতে পারে টাইগাররা।
বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির কারণ খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বুধবার আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘সাত-আটটা সিরিজ জেতেন, হারেন কিছু যায়-আসে না। তবে বিশ্বকাপ এমন একটা জায়গা, আপনার দেশ কেমন ক্রিকেট খেলে সেখানে ফুটে ওঠে। সে জায়গায় আমাদের ভালো করা উচিত ছিল। গত চার বছর অনেক ভালো প্রস্তুতি নিয়ে আসছিলাম। সে অনুযায়ী ভালো করার কথা ছিল। ভালো তো করিইনি, উল্টো আরও খারাপ করেছি। যেটা আমাদের চিন্তার বাইরে। কী কারণে, কেন খারাপ হয়েছে, সেটা আমাদের বের করতেই হবে।’
আকরাম আরও বলেন, ‘২০০৩ বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করতে পারেনি। শুরুতে কানাডার মতো দলের কাছে হেরেছিল। তখনো তদন্ত ঠিকই হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি। কদিন আগে বিসিবি সভাপতি বলেছেন, কঠিন সিদ্ধান্ত নেবেন। এটাই সঠিক সময়। আমরা কোনো ক্লাবের জন্য নয়, বাংলাদেশের জন্য খেলি।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘কারও ব্যক্তিগত স্বার্থ, হিংসা কিংবা শয়তানির জন্য দেশকে বঞ্চিত করলে সহজভাবে নেব না, যে সত্য বেরিয়ে আসবে, সেটা বোর্ডকে দেব। আশা করি বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা দুদিনের মধ্যে বসে আলোচনা করব। যত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। দেশের স্বার্থে সবাইকে আসতে হবে (কথা বলতে), যে যত ব্যস্ত থাকুক। দেশের স্বার্থে এই সহযোগিতা করতে হবে সবাইকে।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমাদের কাছে দলের সবাই গুরুত্বপূর্ণ। যে দোষী হবে, তার নামে রিপোর্ট করব। ভারতেই সবচেয়ে ভালো করার সম্ভাবনা ছিল আমাদের। যে করার উচিত ছিল, উচিত ছিল না, ভবিষ্যতে এই ভুল না করার পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে নিশ্চিত করার সুপারিশ করব। কাউকে দোষী করতে নয়, ভবিষ্যতে যেন এটা না হয় এবং দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বলব।’
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ১০:০০