বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবা—আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া—৪) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নিজ নির্বাচনী এলাকায় এলেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সোয়া দশটায় আখাউড়া রেলওয়ে ষ্টেশনে পৌঁছেন তিনি। এসময় আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের বিপুল সংখ্যক নেতাকমীর্ তাকে শুভেচ্ছা জানানয়। আওয়ামীলীগ নেতাকমীর্দের স্লোগানে মুখরিত হয়ে উঠে স্টেশন চত্বর। ট্রেনের দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকমীর্দের শুভেচ্ছা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এসময় নেতাকমীর্রা আইনমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। পরে মন্ত্রী নেতাকমীর্দের অনুরোধে ট্রেন থেকে নেমে নেতাকমীর্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি নেতাকমীর্দেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে কিছু বলবেনা। আগামীকাল (বৃহস্পতিবার) আখাউড়ায় এসে মনোনয়ন জমা দিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগ সভাপতি এড. বাদল ভূইয়া, যুবলীগের যু্গ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। পরে তিনি ট্রেনে উঠে যান। মন্ত্রী কুমিল্লা ষ্টেশনে নেমে সড়ক পথে কসবা উপজেলার নিজ বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৪০