ডেস্কনিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় এক নেতাসহ দুইজনকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ ও জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহাবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এবার মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
কিউএনবি/বিপুল/২৮.১১.২০২৩/রাত ১১.১৯