আসাদুজ্জামান আসাদ ,পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে হলদিবাড়ি হাইওয়ে রোডে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত চার্জার ভ্যানের সাথে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে দুইজন যাত্রী নিহত, ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনশেষে রাত সাড়ে ৯টার।দুর্ঘটনার পরপর এলাকাবাসী জানান, প্রত্যক্ষদর্শীরা রাতে চন্ডিপুর থেকে ভ্যান চালক যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ১জন নিহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত অপর ২জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ১জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ রায়হান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে।তবে কাভাটভ্যান এর চালক এবং তার সহকারী দুর্ঘটনার পরপর পালিয়ে গেছেন।
কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৫/দুপুর ১:২৫