স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরুতে কাঁধের চোট নিয়ে খেলেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। কাঁধের চোট সারাতে লম্বা সময়ের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হচ্ছে তাকে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা হচ্ছে।
সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক। চার সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’
এদিকে পায়ে অস্ত্রোপচার শেষে দেশে ফেরা আরেক পেসার ইবাদত হোসেনকে আবারও ইংল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি। দেবাশীষ বলেন, ‘ইবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হলো। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে যিনি অপারেশন করেছেন তার কাছে পাঠানো হচ্ছে ইবাদতকে। ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:০০