ডেস্কনিউজঃ টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা হলো না নিউজিল্যান্ডের। ভারতের সাথে পেরে উঠলেন না কেন উইলিয়ামসনরা। বিপরীতে সবার আগে ফাইনালে উঠে গেল ভারত। বিশ্বকাপ ইতিহাসে অপরাজিত থাকার রেকর্ড নিয়েই ফাইনালে পৌঁছাল এই প্রথমবার।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারত।
এদিন আগে ব্যাট করে স্বাগতিকরা সংগ্রহ করে রেকর্ড ৩৯৭ রান। শতক হাঁকান বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। যা তাড়া করতে নেমে ডেরিয়েল মিচেলের সেঞ্চুরি সত্বেও ৪৮.৫ ওভারে ৩২৭ রানে গুটিয়ে যায় কিউইরা। ৭০ রানের বড় জয় পায় ভারত।
কিউএনবি/বিপুল/১৫.১১.২০২৩/ রাত ১১.২০