স্টাফ রিপোর্টার : সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামালের পিতা হাচেন আলী মন্ডল স্ট্রোক করে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গত শুক্রবার (২৭শে অক্টোবর) দুপুর ১.১৫মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় জনমনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মৃত হাচেন আলী মন্ডল (৭০) পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া দরগাপাড়া গ্রামের মৃত কুরবান আলী মন্ডলের ছেলে। এবিষয়ে মোস্তফা কামাল বলেন, আমার বাবার মৃত্যুতে একজন বটবৃক্ষ হারালাম। তিনি একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলেন। তার ব্যবহারে কেউ যদি কোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিবেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন, আমীন!
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮