বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে, ”আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভাবনা ও করনীয়” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার দুপুরে জেলার ইন্ডাস্ট্রিয়াল স্কুলের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বাবুল মিয়া।
আখাউড়া উত্তর ইউনিয়নের সদস্য মোঃ সাত্তার মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র জনাবা নায়ার কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী পরিষদ বাইসস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান হাসান রকিব আজাদ। অনুষ্ঠানের প্রাসঙ্গিক আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসসের জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদে সদস্য ও সদস্যাগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা স্থানীয় সরকারের অধীনে দেশের প্রান্তিক পর্যায়ে জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও স্থানীয় পর্যায়ে সৃষ্ট নানাবিদ সমস্যা সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করে থাকে।স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকরা ইউনিয়ন পরিষদের সদস্যদের সুবিদা ও অসুবিধা সমুহ নিয়ে এসময় বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান থেকে সরকারের নিকট ইউনিয়ন পরিষদের সদস্যদের কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সকল উপজেলার নির্বাহী কমিটি গঠন করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম সবুজ কে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ও কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফুরকান উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮