আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ডাকা ৫ ও ৬ নভেম্বর টানা ২ দিনের অবরোধ কর্মসূচী প্রত্যাখান করে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। ৫ নভেম্বর রবিবার শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একটি অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শাহ জামাল সিরাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা নাজমুল আলম খোকন, কামাল সেখ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, আবিদ হাসান সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নুরে আলম সানি, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদাত হোসেন নিহাল প্রমুখ বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০