স্পোর্টস ডেস্ক : হিসেব বলছিলো কলকাতায় হয়তো সবচেয়ে ভালো সময়টা কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। উইকেট-কন্ডিশন, আবহাওয়া, খাবার-ভাষা সবকিছুতেই মিল থাকায় ইডেন গার্ডেন্স পর্বটা ক্রিকেটারদের হোম সিকনেস অনেকটাই কমিয়ে দেবে বলেও আশা করেছিলেন সবাই।
কিন্তু ডাচ কেলেঙ্কারির পর, বদলে যায় সব কিছু। গুমোট পরিবেশটা আরও বেগতিক হয় পাকিস্তান ম্যাচের হারে। তাই যত দ্রুত এই শহরটা ছাড়া যায় তা নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। লিটন দলের সঙ্গে না থাকলেও, বাকিরা দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন বুধবার (১ নভেম্বর) সকালের পরপরই। ফ্লাইটে সোয়া দুই ঘন্টা কাটিয়ে দুপুরের পরপরই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগার বহর।
দিল্লিতে আগেই পা রাখায় দুইদিন বিরতি নিয়েছিল বাংলাদেশ দল। এ সময় ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। কথা ছিল শুক্রবার প্রথম অনুশীলনে নামবে সাকিব-তাসকিনরা। তবে শুক্রবারও বাংলাদেশ দল অনুশীলন করবে না বলে জানিয়েছে বিসিবি।। তবে ম্যাচের আগের দুইদিন অর্থাৎ, শনিবার (৪ নভেম্বর) ও রোববার (৫ নভেম্বর) যথাসময়ে এবং আগের ভেন্যুতেই অনুশীলন করবে তারা।
বিশ্বকাপের সেমি থেকে ছিটকে গেলেও, শেষ দুই ম্যাচের একটিতে জিততেই হবে বাংলাদেশকে। না’হলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ধুলিশ্যাৎ হয়ে যাবে সাকিবের।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৩,/দুপুর ২:০০