নিহত কাজী রোহান (১৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন, আহতরা হলেন হৃদয় (১৮), সাইফ (১৯) নাদিম (২১) ও রিজু (২১)।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, নিহত রোহান তার বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে নির্মাণীধীন শেখ হাসিনা সড়কে ঘুরতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলে থাকা পাঁচজন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রোহানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৩:০৫