বিনোদন ডেস্ক : জানা গেছে, অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাথরুম থেকে মৃত অবস্থায় পাওয়া যায় ম্যাথুকে। তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কিন্তু তদন্তকারীদের দাবি, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে ম্যাথুর। এদিকে দুর্ভাগ্যজনক বাথটাবে বেশ কয়েকজন বিখ্যাত শিল্পী মারা গেছেন। তাদের তালিকা নিচে দেয়া হলো-
শ্রীদেবী
বলিউডের সুপার হিরোইন শ্রীদেবীরও মৃত্যু হয়েছে বাথটাবে ডুবে। দুবাই পুলিশের তরফে ফরেনসিক রিপোর্টে বলা হয়, বেসামাল হয়ে বাথটবে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। এ ছাড়া শ্রীদেবীর শরীরে অ্যালকোহল পাওয়া গেছে বলেও জানা গেছে।
মূলত দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই হোটেল রুমে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রীকে।
হুইটনি হিউস্টন
আমেরিকান পপ আইকন হুইটনি হিউস্টনকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছে যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাথটাবে ডুবে গিয়েছিলেন। এ ছাড়া তিনি অতিরিক্ত মাত্রায় কোকেন ব্যবহার করেছিলেন বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।
ববি ক্রিস্টিনা ব্রাউন
ববি ব্রাউন এবং হুইটনি হিউস্টনের ২২ বছর বয়সী মেয়ে মায়ের মতো একইভাবে মারা গেছেন। ২০১৫ সালের ৩১ জানুয়ারি ববি ক্রিস্টিনা ব্রাউনকে বাথটাবে মুখ নিচু করে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রায় ছয় মাস কোমায় থাকার পর ২৬ জুলাই ২০১৫ সালে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
২২ বছর বয়সে মারা গেছেন ববি ক্রিস্টিনা ব্রাউন। ছবি: সংগৃহীত
জিম মরিসন
জেমস ডগলাম মরিসন একজন আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি। তিনি অধিক পরিচিত ছিলেন আমেরিকান রক ব্যান্ড দি ডোরস এর প্রধান গায়ক ও গীতিকার হিসেবে। এ শিল্পীকে ১৯৭১ সালের ৩ জুলাই প্যারিসে তার বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তার মুখ, নাক এবং বুকের চারপাশে রক্ত শুকিয়ে গিয়েছিল বলে জানা গেছে।
সরকারি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, হৃদযন্ত্রের ব্যর্থতা তার মৃত্যুর অনেক কারণের মধ্যে একটি হতে পারে। এ ছাড়া ড্রাগ এবং অ্যালকোহল ওভারডোজের কারণটিও উল্লেখ করা হয়।
জেমস ডগলাম মরিসন একজন আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি। ছবি: সংগৃহীত
জুডি গারল্যান্ড
জুডি গারল্যান্ড একজন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। এ অভিনেত্রী মারা গেছেন মাত্র ৪৭ বছর বয়সে। তাকে ১৯৬৯ সালে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়।
অবশ্য জুডি এর আগে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এটি তার পঞ্চম স্বামী যিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। জুডির মৃত্যুর কারণ বলা হয় অতিরিক্ত মাত্রায় বারবিটুরেটর (চেতনানাশক) গ্রহণ করা।
জুডি গারল্যান্ড একজন মার্কিন গায়িকা ও অভিনেত্রী। ছবি: সংগৃহীত
ক্লদ ফ্রাঁসোয়া
বিখ্যাত ফরাসি পপ গায়ক ক্লদ ফ্রাঁসোয়া একটি পানি ভর্তি বাথটাবে দাঁড়িয়ে একটি ভাঙা লাইট ঠিক করার চেষ্টা করছিলেন। তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বিখ্যাত ফরাসি পপ গায়ক ক্লদ ফ্রাঁসোয়া। ছবি: সংগৃহীত