ডেস্কনিউজঃ বাঁচা-মরার লড়াইয়ে রবিবার (২৯ অক্টোবর) স্বাগতিক ভারতের মুখোমুখি ইংল্যান্ড। লাখনৌওতে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইংল্যান্ডের জয়ের বিকল্প নেই এই ম্যাচে। ইংলিশদের হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে পাঁচ ম্যাচে অপরাজিত ভারতের।
এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। স্বাগতিকরার সুবিধা এবং দারুণ ব্যালেন্স এক দল নিয়ে টানা ৫ ম্যাচ জিতে শীর্ষে রোহিত শর্মার দল। ইংল্যান্ডকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। দলের টপ অর্ডার ব্যাটাররা দারুণ ফর্মে। অভিজ্ঞ বিরাট কোহলি ও রোহিত শর্মা ৫ ম্যাচে তিনশর ঊর্ধ্বে রান করেছেন। লোকেশ রাহুল, শ্রেয়াশ আয়ার, সুবমান গিল, সূর্য কুমার যাদব’রাও রানের মধ্যে আছেন। ইনজুরির কারণে এই ম্যাচেও অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। তবে জাসপ্রিত বুমরা, সিরাজ, মোহাম্মদ শামি, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদবদের নিয়ে ভারতের বোলিংও দারুণ কার্যকরী।
অন্যদিকে শনির দশা কাটছেই না গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ৫ ম্যাচে মাত্র একটি জয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও, বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে। কিন্তু ওই জয়ও জস বাটলারদের উজ্জিবীত করতে পারেনি। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হারার পর, যেন সবকিছু এলোমেলো ইংলিশদের। দক্ষিণ আফিকার কাছে শোচনীয় ২২৯ রানে পরাজয়ের পর, শ্রীলংকার কাছেও হেরেছে ৮ উইকেটে। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই প্রত্যশা পূরণ করতে পারছে না থ্রী-লায়নসরা। ভারতের বিপক্ষে ম্যাচটি তাই ইংল্যান্ডের জন্য টিকে থাকার লড়াই।
কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১.৪১