মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি’র ছয় নেতা কর্মিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক নেতা কর্মিদের নামে শার্শা থানায় পূর্বের নাশকতা মামলায় অভিযোগ রয়েছে। আটক আসামীদের শুক্রুবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
আটককৃতরা হলো শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ধলদা গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ জমাত আলী (৬০) শার্শা ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য পান্তাপাড়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আক্কেল আলী(৬০), শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাগআঁচড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান(৩৮), ডিহি ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য রঘুনাথপুর গ্রামের মৃত হকের মোড়লের ছেলে আব্দুল মান্নান, (৫৫), খলিষাখালী গ্রামের নূরুল হকের ছেলে বাদশা আহম্মেদ(৪০) ও সাড়া তলার ছাব্দার আলী(৫০)। শার্শা থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় পূর্বের নাশকতা করার অভিযোগ থাকায় শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় জন বিএনপি নেতা কর্মিকে আটক করে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশ কতৃক আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও পুলিশের দায়ের করা ষড়যন্ত্রের মামলা প্রত্যার দাবী জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির। এক বিবৃতিতে তিনি বলেন মিথ্যা মামলা দিয়ে , আটক করে , ভয় দেখিয়ে অবৈধ্য বিনা ভোটের এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা যাবে না। তিনি বলেন শার্শায় বিএনপি’র অগ্রযাত্রাকে বাধা গ্রস্থ করতে কিছু পুলিশ উৎসাহী হয়ে বিএনপি’র নেতা কর্মিদের আটক করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। তিনি সময় থাকতে সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। ।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় পূর্বের নাশকতার অভিযোগ থাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছয় জন বিএনপি নেতা কর্মিকে আটক করা হয়েছে। তিনি বলেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১০:৫০