আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ফুলবাড়ী উপজেলা আরাফাতি ভ্রাতৃ সমিতির আয়োজনে ১৬ তম হাজী সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল ২৮ অক্টোবর শনিবার সকাল ১১ টায় গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে পালিত হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হাজী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও বিশিষ্ট শিল্পপতি মো. রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং এলুয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী উপজেলা আরাফাতি ভ্রাতৃ সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আজিজুল হক সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব দসিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন দিনাজপুর হাজী কল্যাণ সমিতির ডঃ এনামুল হক ও মাওলানা মতিয়ার রহমান।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০