বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো মো. সবীর মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগরে এ ঘটনা ঘটে। সবীর মিয়া কসবা উপজেলার বাদৈর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সবীর মিয়া নামে ওই ব্যক্তি বেশ কয়েকদিন যাবত ভাদঘুর ও রামরাইল এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিতেন। তিনি গ্যাস সংযোগ ও চুলা এবং এ বিষয়ে কাগজপত্র দেখতে চাইতেন। এরপর সুযোগ বুঝে গ্যাস সংযোগে অনিয়ম হয়েছে মর্মে ভয় দেখিয়ে লাইন কেটে দেওয়ার হুমকি দিতেন। এরপর অনেকে টাকা দিয়ে তার সঙ্গে রফাদফা করতেন। বিষয়টি সন্দেহ হলে সোমবার সকালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
মো. জামাল মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কিছুদিন যাবত ওই ব্যক্তি এ কাজটা করছে। তার বাড়িতেও কয়েক মাস আগে এসে ভয় দেখিয়ে টাকা নিয়ে যায়। কিন্তুু সে গ্যাস ফিল্ডের কেউ নয় জানতে পেরে এলাকার লোকজন সোমবার তাকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, গ্যাসের সংযোগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রতারণার অভিযোগে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৩