বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২৩টি মন্দিরে এবং আশ্রয়ণ প্রকল্পের ২০টি হিন্দু পরিবারের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার এ উপলক্ষে আখাউড়ায় পৃথক দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২৩টি দুর্গামন্দিরে নেতৃবৃন্দের প্রত্যেকের হাতে নগদ ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম সোহাগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল মমিন বাবুল, সাধারন সম্পাদক জুটন বনিক, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু, মোগড়া দশভুজা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার পাল।
এদিকে মন্ত্রীর পক্ষ থেকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়ায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের ২০টি পরিবারের মাঝে পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, চিনি, নারিকেল, দুধ।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪