স্পোর্টস ডেস্ক : ফুটবলের জৌলুশ মানেই ইউরোপ। বিশ্বের সব নামী ফুটবলার খেলেন ওই এক মহাদেশেই। সেই ধারণা বদলে দিতে চীনের প্রচেষ্টার পর ফুটবল অঙ্গনে সবচেয়ে উত্তাপ ছড়ায় সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভেড়ানোর মধ্য দিয়ে বিশ্বের সামনে সৌদি প্রো লিগের নামটি খুব পরিচিতি পায়। মুক্তবাজার অর্থনীতির সবচেয়ে বড় নাম যুক্তরাষ্ট্র কীভাবে পিছিয়ে থাকবে এই লড়াইয়ে! তার উত্তর যুক্তরাষ্ট্রের মেজল লিগ সকারে লিওনেল মেসির অন্তর্ভুক্তি।
মেসিকে দলে ভেড়ানোর মাধ্যমে শুধু ইন্টার মায়ামি নয়, কদর বেড়েছে মেজর লিগ সকারেরও। মেসির পদাঙ্ক অনুসরণ করে একই দলে যোগ দিয়েছেন সার্জিও বুসকেটস ও জর্দি আলবা’র মতো নামী তারকা। সেই সঙ্গে অর্থের ঝনঝনানিও বেড়েছে দেশটির সর্বোচ্চ ঘরোয়া প্রতিযোগিতাটিতে।
মেজল লিগ সকারে কোন ফুটবলার কী পরিমাণ অর্থ আয় করেন সেই তথ্য প্রকাশিত হয়েছে। অবধারিতভাবে সেই তালিকার শীর্ষে আছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক মেজর লিগ সকার থেকে নিশ্চিতভাবে বছরে আয় করেন ২০.৪৪৬৬৭ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে তার ভিত্তি বেতনই হলো ১২ মিলিয়ন মার্কিন ডলার।
মেসির পরে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেন টরেন্টো এফসি’র লরেঞ্জো ইনসাইন। এই ইতালিয়ান বছরে ১৫.৪ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেন। এমএলএস প্লেয়ার অ্যাসোসিয়েশন ২০২৩ মৌসুমে খেলোয়াড়দের আয়ের এই তথ্য প্রকাশ করে।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০