শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় কথা-কবিতায় কবি আসাদ চৌধুরীকে স্মরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কথা ও কবিতায় দেশ বরেণ্য কবি আসাদ চৌধুরীকে স্মরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শুক্রবার সকালে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ আয়োজনের মধ্য দিয়ে কবি আসাদ চৌধুরীকে স্মরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো. মনির হোসেন এর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, কবি ও লেখক আবদুর রহিম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, তরী বাংলাদেশের সোহেল রানা ভূঞা ও সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। নিবেদিত কবিতাপাঠ করেন কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি তিতাস হুমায়ুন। একক আবৃত্তি করেন রেজা এ রাব্বী, ফারদিয়া আশরাফি নাওমী, প্রিয়া সাহা, বাদল দেবনাথ, রিয়া রায়, অবন্তিকা চক্রবর্তী, আনিসুর রহমান। নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন সোহাগ রায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit