তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো. মনির হোসেন এর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, কবি ও লেখক আবদুর রহিম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, তরী বাংলাদেশের সোহেল রানা ভূঞা ও সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। নিবেদিত কবিতাপাঠ করেন কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি তিতাস হুমায়ুন। একক আবৃত্তি করেন রেজা এ রাব্বী, ফারদিয়া আশরাফি নাওমী, প্রিয়া সাহা, বাদল দেবনাথ, রিয়া রায়, অবন্তিকা চক্রবর্তী, আনিসুর রহমান। নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন সোহাগ রায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল।
কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫