আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিশরের সীমান্ত পেরিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রচেষ্টায় উত্তর সিনাই পৌঁছেছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে গাজায় জ্বালানি, খাদ্য, পানি ও ওষুধের কোনো চালান যায়নি।
জাতিসংঘ গাজার জনগণের কাছে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি টেকসই অভিযানের জন্য তার সমস্ত প্রচেষ্টা মনোনিবেশ করছে। জাতিসংঘের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই কথা বলেন।
কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৪