স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর মূল পর্বে খেলা নিশ্চিত করে নিয়েছে ইংল্যান্ড। বাছাইপর্বের সি গ্রুপের ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে গিয়েও ইতালিকে ৩-১ গোলে হারায় স্বাগতিকরা। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। আরেকটি গোল আসে মার্কাস রাশফোর্ডের পা থেকে। ইতালির হয়ে একমাত্র গোলটি করেন জিয়ানলুকা স্কামাক্কা।
প্রথম লেগেও গত মার্চে ইতালিকে তাদের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচের ১৫ মিনিটে স্কামাক্কার গোলে এগিয়ে যায় ইতালি। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল স্কোর করে দলকে সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক কেইন। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। আর ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন।
এই গোলে ওয়েম্বলি স্টেডিয়ামে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিজের করে নেন কেইন। এই মাঠে তার গোলসংখ্যা ২৪টি। এর আগে ববি চার্লটন ওয়েম্বলিতে ২৩টি গোল স্কোর করে শীর্ষে ছিলেন। ইতালির জন্য দুঃসংবাদ। এই হারের জন্য সি গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে চলে গেছে দলটি। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউক্রেন। রাতে মাল্টাকে ৩-১ গোলে হারায় ইউক্রেন। ২১ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পরস্পর মুখোমুখি হবে ইতালি-ইউক্রেন।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০৪