স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দারুণ শুরুর পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে স্বাভাবিকভাবেই হতাশ পাকিস্তান দল। এর মধ্যেই তাদের জন্য ধাক্কা হয়ে এলো অসুস্থতা। দলটির বেশ কয়েকজন ক্রিকেটার নাকি জ্বরে ভুগছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের বরাত দিয়ে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গত কিছু দিনে দলের বেশ ক’জন ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছেন। অনেকে আবার সুস্থও হয়ে উঠেছেন। এর মধ্যে কয়েকজন এখনও মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছে।
পিসিবির পক্ষ থেকে অসুস্থ হওয়া ক্রিকেটারদের নাম অবশ্য জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, জ্বরের কবলে পড়েছিলেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও তরুণ লেগ স্পিনার উসামা মির। দুজনই এখন অনেকটা সুস্থ হয়ে গেছেন বলেই খবর। এর মধ্যে নতুন করে ওপেনার আব্দুল্লাহ শফিকের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে। এই ব্যাটসম্যানও জ্বরে ভুগছেন বলে দাবি পাকিস্তানি গণমাধ্যমে।
আগামী ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। তার আগে আজ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাবরদের। কিন্তু আজকের অনুশীলনটি বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলের ক্রিকেটারদের শারীরিক অসুস্থতার বিষয় মাথায় রেখেই আজ তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
প্রটোকল অনুযায়ী, ক্রিকেটারদের নিয়মিত কোভিড-১৯ ও ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে। এর আগে বিশ্বকাপের আগমুহূর্তে ডেঙ্গু পজিটিভ হন ভারতীয় তারকা ব্যাটার শুভমান গিল। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও সর্বশেষ ম্যাচে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে একাদশে ফেরেন গিল।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ১০:৩৫