স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে গুলি করে নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকর বিশ্বাস হত্যাকান্ডের ঘটনায় আওয়ামী লীগের সাবেক নেতা পবিত্র বিশ্বাসসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের মা ছবি রানী বিশ্বাস বাদি হয়ে সোমবার রাতে মনিরামপুর থানায় মামলাটি দায়ের করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি পরিতোষ বিশ্বাস ও উত্তম বিশ্বাসকে আটক করে। মঙ্গলবার দুপুরে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে চালান দিয়েছে। এ দিকে দোষিদের শাস্তির দাবিতে টেকারঘাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মামলার বাদি ছবি রানী বিশ্বাস জানান, তার ছেলে নেহালপুর স্কুল এন্ড কলেজের সংস্কৃতি বিভাগের প্রভাষক উদয় শংকর বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়ের কমিটি গঠন ও তিনজন কর্মচারী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক ঘের ব্যবসায়ী পবিত্র বিশ্বাসের সাথে উদয়ের চরম বিরোধ বাধে। ফলে ওই বিরোধের জের হিসেবে পবিত্র ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রায়ই উদয় শংকরকে জিবন নাশের হুমকি দিতো। ছবি রানী অভিযোগ করেন, বিরোধের জের হিসেবে পবিত্র বিশ্বাস এলাকার চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীদের ভাড়া করে সোমবার সকাল সাতটার দিকে বাড়ির সামনে উদয় শংকরকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় মা ছবি রানী বাদি হয়ে পবিত্র বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, উত্তম বিশ্বাস, সুভাস বিশ্বাসের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী অফিসার নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই আবদুল হান্নান জানান, ইতিমধ্যে মামলার আসামি পরিতোষ বিশ্বাস ও উত্তম বিশ্বাসকে আটক করা হয়েেেছ। মঙ্গলবার দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে তারেদকে আদালতে চালান দেওয়া হরেয়ছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাদেরকে কাছ থেকে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটিত হবে। এছাড়াও বাকী আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
তবে প্রাথমিক ভাবে জানাগেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন , কর্মচারী নিয়োগ ও এলাকায় অধিপত্য বিস্তর করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, উদয় শংকর হত্যাকান্ডের প্রধান আসামি ভূমিদস্যু পবিত্র বিশ্বাস ইতিপূর্বে এলাকায় সরকারি জমি থেকে বেশ কয়েকজন ছিন্নমূল মানুষকে উচ্ছেদ করে দখল দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ দিকে পবিত্র বিশ্বাসসহ সকল দোষিদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে টেকারঘাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪৫