স্পোর্টস ডেস্ক : টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পর। যে কারণে খেলার দৈর্ঘ কমে যায়। ৪৩ ওভার করে খেলবে দুই দল।
প্রথমে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ওপেনার বিক্রম সিংহের উইকেট হারিয়ে ২২ রান করেছে নেদারল্যান্ডস। ডাচরা বিশ্বকাপে চলতি আসরে তৃতীয় ম্যাচ খেলছে। এর আগে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৪২৮ রানের পহাড় গড়ে জয় পায়। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা উড়িয়ে দেয় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০