ডেস্ক নিউজ : উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি খাতায়ায়া ওয়া জুনুবি কুল্লাহা, আল্লাহুম্মা ওয়া-আনআশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লি-সালিহিল আমালি ওয়াল আখলাকি ইন্নাহু লা ইয়াহদি লি-সালিহিহা ওয়ালা ইয়াসরিফু আন্নি সাইয়িআহা ইল্লা আনতা
অর্থ : হে আল্লাহ! আপনি আমার ভুলত্রুটি ক্ষমা করুন; হে আল্লাহ! আপনি আমাকে ভালো কাজ করা এবং উত্তম চরিত্র অর্জনে প্রফুল্ল দান করুন, আপনি আমাকে শক্তি দান করুন এবং সুপথ দিন। কেননা আপনি ছাড়া কেউ ভালো কাজ করার এবং মন্দ কাজ থেকে দূরে থাকার নির্দেশনা দিতে পারে না।
হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, আমি যখনই নবীজি (সা.)-এর পেছনে নামাজ আদায় করেছি, নামাজ শেষে উল্লিখিত দোয়াংশ পাঠ করতে শুনেছি।-সুনানে তাবারানি: ৪ / ৩৬২
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫২