ডেস্কনিউজঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। অনেকেই প্রাণ বাঁচাতে পান করছেন দূষিত ও নোংরা পানি। গত আটদিন ধরে ইসরায়েল এক ফোঁটা পানিও সেখানে সরবরাহ করেনি। ফলে সৃষ্টি হয়েছে করুণ মানবিক পরিস্থিতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
ইসরায়েলের জ্বালানিমন্ত্রী দাবি করেছিলেন, আজ সোমবার অবরুদ্ধ উপত্যকার দক্ষিণাঞ্চলে পানি সরবরাহ করা হবে। তকে গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো কোনো পানি সেখানে প্রবেশ করেনি। ফলে লাখ লাখ মানুষ পানি না খেয়ে আছেন, তাদের মধ্যে অনেক শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখনো কোনো পানি প্রবেশ করেনি সেখানে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বোজম বলেন, বাসিন্দারা দূষিত পানি পান করছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
কিউএনবি/বিপুল/১৬.১০.২০২৩/ সন্ধ্যা ৭.১১