ডেস্ক নিউজ : ময়মনসিংহের ভালুকার স্কুলছাত্রী রাখিয়া সুলতানা রিয়াকে হত্যার মূল আসামি তার স্বামী বিদেশফেরত রিপন মিয়া হত্যার বর্ণনা দিয়েছেন। শনিবার বিকালে ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
বিভিন্ন সূত্রে জানা যায়, আসামি রিপন মিয়া (২৯) গত এক বছর আগে রাখিয়া সুলতানা রিয়াকে (১৬) বিয়ে করেন। বিয়ের ১৫ দিন পর তিনি সৌদি আরব চলে যান। কিছু দিন পর রিয়া তার (রিপনের) সংসার করবে না বলে জানিয়ে দেয়। রিয়া তার (রিপনের) পরিবারের কাছে বিয়েতে কাবিনের ৮ লাখ দেরমোহরানার টাকা দিয়ে দিতে বলেন। কয়েক মাস আগে থেকে রিয়াও তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
একপর্যায়ে রিপন রিয়ার স্কুলের সহপাঠীদের মাধ্যমে জানতে পারেন, সে অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এতে রিপন ক্ষিপ্ত হয়ে সবার অজান্তে গত ৩ অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসেন। তিনি দেশে ফিরে টাঙ্গাইল জেলার সখীপুর থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন। ঘটনার আগের দিন তিনি বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে রিয়াকে অন্য এক ছেলের সঙ্গে দেখতে পান। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে সখীপুর বাজার থেকে একটি ধারালো দা কিনেন।
৯ অক্টোবর রিয়া স্কুলে যাওয়ার পথে সুবিধাজনক স্থানে রাস্তায় অপেক্ষা করতে থাকে এবং দুপুর ১২টার পর রিয়া স্কুলে যাওয়ার পথে তার সঙ্গে দেখা হয়। রিপনের সঙ্গে রিয়া কথা কাটাকাটি করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা ধারালো দা দিয়ে মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পর জানাতে পারেন রিয়া মারা গেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত রিপন আদালতে ১৬৪ ধারায় আদালতে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ১০:০১