স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে গেছে শনিবার। একপেশে দাপট দেখিয়ে জয় পেয়েছে স্বাগতিক ভারত। আহমেদাবাদে স্টেডিয়াম ছিল ভারতীয় দর্শকে পরিপূর্ণ। ভিসা না পাওয়ায় মাঠে পাকিস্তানি সমর্থকের সংখ্যা ছিল কম। এই ম্যাচ অনলাইনে দেখেছে বহু মানুষ। যেখানে দর্শকসংখ্যায় আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।
ডিজনি প্লাস হটস্টারের দাবি, ম্যাচটি একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন। এর আগে অন্য কোনো ক্রিকেট ম্যাচে এতো বেশি দর্শক হয়নি। ফলে দর্শকসংখ্যায় বিশ্ব রেকর্ড গড়ার দাবি ওটিটি প্ল্যাটফর্মটির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে হটস্টার। লিখেছে, কী (ভারতের) দাপুটে পারফরম্যান্স! দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, তারা আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে!
এর আগে সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে দর্শকসংখ্যা ছিল ২.১ কোটি পর্যন্ত। এর আগে আইপিএল চলাকালীন ধোনির ব্যাটিং দেখতে ২.২ কোটি দর্শক একসঙ্গে চোখ রেখেছিলেন জিওসিনেমায়। শনিবারের ম্যাচ সব রেকর্ড ভেঙে দিল।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:২১