সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

রাশিয়াকে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। শনিবার এ অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

একটি ছবি প্রকাশ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার নাজিনে ৩০০টি কনটেইনার জড়ো করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে তিখোরেটস্কের একটি ডিপোতে সাগর ও রেলপথে  সরঞ্জামগুলো পাঠানো হয়েছে।

সরবরাহ করা যুদ্ধাস্ত্রের ধরণ উল্লেখ করেননি কিরবি। তবে যুক্তরাষ্ট্র এর আগেও মস্কোর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের কাছ থেকে রকেট ও কামানের গোলা কেনার অভিযোগ তুলেছিল। গত মাসে সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে রাশিয়া সফর গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit