মোঃ আশিকুর রহমান,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে এক সড়ক দূর্ঘটনায় খালা ও ভাগিনা নিহত ।১১অক্টোবর বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে সেতাবগঞ্জ বাজার হতে খালা ও ভাগিনা বাড়ীতে যাওয়ার পথে এই দূর্ঘটনায় নিহত হয়।জানা গেছে, বোচাগঞ্জ-দিনাজপুর সড়কে সেতাবগঞ্জ পৌরসভাধীন উপজেলা সড়কে মাল বোঝাই সৌদিয়া এন্টারপ্রাইজ ট্রাক ঢাকা মেট্রো-ট ১৫-৬৭৪৩ দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে মোটর সাইকেল আরোহী জালগাঁও গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২২) ও তার বোনের ছেলে আনোড়া গ্রামের বিশ^জিতের শিশু পুত্র জয় (৫) কে সাথে নিয়ে সেতাবগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে চলন্ত ট্রাকটি মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে তারা দুইজনের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

এলাকাবাসী শিশু জয়কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় ট্রাক, ট্রাক ডাইভার ও হেলফার আটক করে বোচাগঞ্জ থানা পুলিশে সপোর্দ করে। এই ঘটনায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে তাৎক্ষনিক তাদের সৎকারের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার ৫০ হাজার টাকা প্রদান করেন। বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক রাসেল এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক ড্রাইভার ও হেলফার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।
কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫১