ডেস্ক নিউজ : উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন দাইকিদ দুনিয়া ওয়া দাইকি ইয়াওমিল কিয়ামাতি।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার সংকীর্ণতা ও কিয়ামত দিবসের সংকীর্ণতা থেকে আশ্রয় চাই।
হজরত আয়েশা (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যখন রাতে জাগ্রত হতেন, তখন ১০ বার আল্লাহু আকবার, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ১০ বার সুবহানাল মালিকুল কুদ্দুস, ১০ বার আসতাগফিরুল্লাহ, ১০ বার লা-ইলাহা ইল্লাল্লাহ বলতেন। অতঃপর উল্লিখিত দোয়া পাঠ করতেন এবং এরপর নামাজ শুরু করতেন। -সুনানে আবু দাউদ : ৫০৮৫
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৮